কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

Passenger Voice    |    ০৩:১৮ পিএম, ২০২৪-০৪-২৪


কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আধা ঘণ্টা বন্ধ থাকার পর কক্সবাজারের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ১০টার দিকে কক্সবাজার ডুলাহাজারা স্টেশনে কক্সবাজারগামী বিশেষ ট্রেনের (ঈদ স্পেশাল) ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্টেশনমাস্টার গোলাম রাব্বানী জানান, বিশেষ ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়লেও বিকল্প লাইন থাকায় তেমন প্রভাব পড়েনি। তবে কিছুটা সময় বন্ধ ছিল। এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক। লাইনচ্যুত হওয়া ট্রেনটির উদ্ধার কার্যক্রম প্রায় শেষ প্রান্তে।

লাইনচ্যুত হওয়া ট্রেনের যাত্রী সয়ান্ত বলেন, সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ট্রেনটি ছাড়ে। ট্রেনটি ডুলাহাজারা স্টেশনে প্রবেশ করলে বিকট শব্দ হয়। পরে ট্রেনে থাকা দায়িত্বশীলরা আমাদের জানান ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে আমরা বাসে করে কক্সবাজার ফিরেছি।

 

 

 

প্যা/ভ/ম